সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে উইন্ডিজ। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮৩ রানে।

প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়েস্ট উইন্ডিজ। চতুর্থ ম্যাচে এসে সিরিজে প্রথম জয় পায় অজিরা। পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আবার ফিরেছে জয়ে।

শেষ ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যায় ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে বিধ্বংসী ছিলেন এভিন লুইস। প্রথম উইকেটে ৪০ রানের পর দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সাথে লুইস ৪৩ রান যোগ করেন।

লুইস আউট হওয়ার পর রানের গতি তুলনামূলক কমে যায় ক্যারিবিয়ানদের, অধিনায়ক নিকোলাস পুরানের ১৮ বলে ৩১ রানের ইনিংসে দু’ইশোর চেয়ে ১ রান কমে শেষ হয় উইন্ডিজের ইনিংস।

২০০ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং পার্টনার জশ ফিলিপকে নিয়ে ব্যাট করতে নামেন অ্যারন ফিঞ্চ। ফিলিপ সুবিধা করতে না পারলেও দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ এবং ফিঞ্চের ব্যাটিংয়ে ভালো শুরু পায় অজিরা। ৯ ওভারে ৯৫ রান তুলে ফিঞ্চ ৩৪ রানে আউট হলে ম্যাচে কিছুটা পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া।

পাঁচ স্পেশালিষ্ট বোলার নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার প্রয়োজনীয় রান গতির সাথে তুলতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়কে হয়।