সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। সহায়তা নিয়ে বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
এর আগে বুধবার রাতে উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিতে তুরস্কে গেছে বাংলাদেশের একটি ‘সম্মিলিত সাহায্যকারী দল’। ৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।
আইএসপিআর জানায়, সিরিয়ায় সহায়তার জন্য বড় ও ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।
তারা জানায়, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমানের একটি সি-১৩০জে পরিবহন সিরিয়ায় পাঠাতে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে উড়োজাহাজটি। ত্রাণ পৌঁছানোর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে সহস্রাধিক নিহত হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়।