সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ২নং আসামি তারেকুল ইসলাম তারেককে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
সুনামগঞ্জের দিরাইয়ের জগদল এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এসএমএস বার্তায় র্যাব জানায়।
ইতিমধ্যে মামলার এজাহারনামীয় আসামি সাইফুর, রনি, অর্জুন ও রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রনির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত রাজন ও আইনুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমার এক নবদম্পতি এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগ নামধারী কয়েকজন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় শনিবার ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরের শাহপরান থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী।
ঘটনার পর অভিযানে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন শাহপরান (র.) থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।