সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন, নিহত ৪ ও আহত ৪ শতাধিক

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন, নিহত ৪ ও আহত ৪ শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চার জন মারা গেছেন। এতে দগ্ধ ও আহত হয়েছেন চার শতাধিক।

জানা গেছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে চারজন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে আগুন লাগে, তবে ১১টার দিকে কেমিক্যাল থাকা কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এরমধ্যে কন্টেইনার ডিপোর কর্মী, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা থাকতে পারেন।

বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয় যা নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা যাচ্ছে।

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, কেন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় আহত অবস্থায় প্রায় তিন শতাধিক জনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা গুনে শেষ করতে পারিনি। আহতদের গাড়ি একের পর এক আসছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব কটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও আশপাশের সকল চিকিৎসককে চমেক হাসপাতালে আসার অনুরোধ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন গণমাধ্যমের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।