সীমিত আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু

আজ ১ জুলাই থেকে সীমিত পরিসরে খুলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (১ জুলাই) থেকে সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে, এমপিওভুক্তির জন্য শিক্ষকদের সনদ যাচাই শুরু হবে কিনা সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, সীমিত আবারে বিশ্ববিদ্যালয়ের কাজ চালু হয়েছে। সীমিত আকারে বলতে দপ্তর প্রধানরা প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেবেন। তবে অফিসে উপস্থিত থাকার সময়ে সবাই যাতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
বিশ্ববিদ্যালয় সনদ যাচাই কার্যক্রম শুরু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। সনদ যাচাই করা হবে কিনা সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করেননি তিনি।