সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ ভোলায়

মোহাম্মদ-খোকা, ভোলা।
ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল ভোলায়।
মুসলমানদের পবিত্র ধর্মেগ্রনহ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে মুসলিম বিশ্ব। এমন ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয় আঘাত করে যাচ্ছেন দেশটি। সুইডেনে গত কয়েক বছরে বেশ নিয়মিত হয়ে উঠছে কোরআন পোড়ানোর এমন দৃশ্য।
বুধবার (২৮ জুন ) ঈদুল আজহার দিন, রাজধানী স্টকহোম কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেন দুই ব্যক্তি। মুসলিমদের প্রতিবাদ সত্ত্বেও বাকস্বাধীনতার অজুহাতে এ কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ। সুইডেনের এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে।
বৃস্পতিবার আছরের নামাজ শেষে ভোলা সদর থানায়, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তার শাখার আয়জনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন সকল ধর্মপ্রাণ মুসলমান। তজুমদ্দিন উপজেলার আল-হুদা সমাজ কল্যায়ণ পরিষদের আয়জনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেন, উপজেলার দক্ষিন শম্ভুপুর খাসেরহাট বাজার। এময় উপস্থিত ছিলেন ইসলামিক সংগঠনের নেতাকর্মী সহ সকল ধর্মপ্রাণ মুসলমানরা।