সুন্দরবনে চলছে ৩ দিনব্যাপী রাসমেলা

সুন্দরবনে চলছে ৩ দিনব্যাপী রাসমেলা

সুন্দরবনে চলছে তিন দিনব্যাপী রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে রবিবার থেকে সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে প্রতিবছর সুন্দরবনের দুবলার চরে বসা এ মেলায় হাজার হাজার পুণ্যার্থী আর পর্যটক ভিড় করে।

রাসমেলা মণিপুরীদের প্রধান উৎসব হলেও বাঙালি হিন্দু সম্প্রদায় বিভিন্ন স্থানে এ উৎসব পালন করে থাকে। এটি ‘রাসলীলা’ নামেও পরিচিত। এ উৎসব সুন্দরবনের দুবলার চর ছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতেও পালিত হয়।

শুক্ল পক্ষের চাঁদের আলোয় শোভিত নিরব সুন্দরবন চরাঞ্চল সরব হয়ে উঠেছে পূণ্যার্থীদের পূজা ও আরাধনায়। দুর্গম সাগর-প্রকৃতির অভাবমায় সৌন্দর্য্যরে মাঝে পূর্ণ্য অর্জন আর সঞ্চার যেন মিলে মিশে একাকার হয়ে যায়। কার্তিক-অগ্রাহায়ণে শুক্লপক্ষের ভরাপূর্ণিমা সাগর উছলে ওঠে। চাঁদের আলোয় সাগর-দুহিতা দুবলার চরে আলোর কোল মেতে ওঠে রাস উৎসবে।

বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলাচরে ও আলোর কোলে রাস পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজা, পুর্ণ্যস্নান চরে নির্মিত মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনি ও বনবিবির পূজা অনুষ্ঠিত হবে।