সুবর্ণজয়ন্তী নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন কাল

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।