সূর্যসন্তান খালেকুজ্জামান ফারুকের মৃত্যুতে এনডিবিএ’র শোক

সূর্যসন্তান খালেকুজ্জামান ফারুকের মৃত্যুতে এনডিবিএ’র শোক

বরিশাল অঞ্চলের  সুইসাইডাল স্কোয়াডের প্রধান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সকল সদস্যবৃন্দ।
এক শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি ও বরিশাল পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদ গভীরভাবে শোকাহত।

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক, সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বেগম শাহান আরা আবদুল্লাহ গতকাল (৭ জুন, ২০২০ ইং) রাত ১১.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ এর সহধর্মিনী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা।

সর্বজন শ্রদ্ধেয় মহিয়সী এই নারীর মৃত্যু বরিশাল তথা দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।