সোশ্যাল মিডিয়া নজরদারির প্রযুক্তি কিনেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়া নজরদারির প্রযুক্তি কিনেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র ও সরকারবিরোধী কাজ ঠেকানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাতে সরকার আধুনিক প্রযুক্তি কিনেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় দেশ ও সরকারবিরোধী কার্যক্রম রহিতকল্পে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির (ওএসআইএনটি) মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে এবং একটি ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম (আইএলআইএস) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দৃঢ় অবস্থান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়ছে।

বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, বলেন তিনি।

এছাড়াও, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনাসহ চুরি, ছিনতাই প্রতিরোধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।