স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

বরিশালের হিজলা উপজেলায় স্কুর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখ। এঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ছাড়াও ভিক্টিমকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার আশ^াও দিয়েছে মহিলা পরিষদ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
বরিশালের আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় বরিশাল জেলার হিজলা উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতনের শিকার শিশুটি স্কুলে যাওয়ার পথে হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে আতাউল্লাহ শিশুটিকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সভাপতি রাবেয়া খাতুন, সহ-সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক টুনু রানী কর্মকার, অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নিন্দা ও শাস্তি দাবি করেছে।
উল্লেখ্য, বর্তমানে শিশুটি বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় আছে।