স্টীমার সার্ভিস চালুর দাবী মঠবাড়িয়ায়

স্টীমার সার্ভিস চালুর দাবী মঠবাড়িয়ায়

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া থেকে ঢাকা ও খুলনা রুটে পুন:রায় স্টীমার সার্ভিস চালু করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ জানুয়ারী দুপুরের বড় মাছুয়া বলেশ^র নদ তীরবর্তী স্টীমার ঘাট সংলগ্ন সড়কে অয়োজিত এ কর্মসূচিতে মঠবাড়িয়া, শরণখোলা, বামনা, পাথরঘাটা উপজেলার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশগ্রহণ করেন।

এসময় স্টীমার সার্ভিস পুণরায় চালু করার দাবীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. কাউয়ূম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আনোয়ার হোসেন, মৎস্যজীবী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক নেতা ডালিম ফিটার, আলমগীর কবির, যুবলীগ নেতা নিয়াজ আহম্মেদ ওমর প্রমূখ।

বক্তরা বলেন, অধিকাংশ স্টীমারের স্টাফ ও ঘাট টিকেট মাস্টার কৌশলে টাকা আত্মসাৎ করে সরকারের এ বিশেষ সেবা সার্ভিসকে যুগ-যুগ ধরে লোকসান দেখিয়ে আসছিল। যে কারনে গত প্রায় ৫ মাস আগে নৌ-পথের সরকারি নিরাপদ ও জনপ্রিয় সার্ভিসটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে বন্ধ বাধ্য হয়েছে। বক্তরা সেই সকল দোষিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ পুণরায় স্টীমার সার্ভিস চালু করতে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।