করোনায় বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যু ৪

করোনায় বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যু ৪


বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৩৯৭ জন। এই সময়ে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরগুনা ও ঝালকাঠিতে দু’জন করোনায় আক্রান্ত হয়ে, বাকি দু’জন উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৫ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৩৯৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৫৪জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ২২ জন নিয়ে মোট ৭ হাজার ৩৩৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ২২ জন নিয়ে মোট ২৩৮৭ জন, ভোলা জেলায় নতুন ৪জনসহ মোট ১৯৯৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৩৬ জন নিয়ে মোট ১৮৮৪ জন, বরগুনা জেলায় নতুন ৬ জন নিয়ে মোট শনাক্ত ১৩২৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৭ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৪৬০ জন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় (বুধবার) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুইজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ এবং ৪২ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৩০ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।