স্ত্রী হত্যায় অভিযুক্ত কনস্টেবলের বিচারের দাবিতে মানববন্ধন

স্ত্রী হত্যায় অভিযুক্ত কনস্টেবলের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও পুলিশ কনস্টেবলের স্ত্রী সাদিয়া আক্তার সাথীকে পরিকল্পিত হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী পুলিশ কনস্টেবলের বিচার ও  হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন বরিশাল সচেতন নাগরিকবৃন্দ। 

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নগরীর  সদর রোডে অশ্বিনী কুমার হলের সমনে সদর রোডে এ কর্মসূচি পালিত হয়েছে।

ছাত্রফ্রন্টের সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় এবং সাদিয়ার ভাই মেহেদী হাসান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, বিএম কলেজ ইংরেজী বিভাগের  শিক্ষার্থী মুজাক্কের হোসেন ও সাদিয়া আক্তার সাথীর পরিবারের সদস্যরা।

এ সময় সাদিয়া আক্তারের হত্যাকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

উল্লেখ্য- গত সোমবার (৭ মার্চ) বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় একটি ভবনের ৫ তলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ে করে বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন। সাথীর প‌রিবা‌রের অ‌ভি‌যোগ মাইনুল হত‌্যা ক‌রে‌ছে সাথী‌কে।