দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহিলাদল।
সোমবার (১৪ মার্চ) বেলা ১২টায় নগরীর সদর রোডস্থ বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহিলাদল বরিশাল জেলা ও মহানগর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে এবং নগরীর ১৬ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মারিয়া ইসলাম মুন্নির সঞ্চালণায় বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহিলা উত্তর জেলা সাবেক সভাপতি সায়লা আক্তার মিমু প্রমুখ।
সামাবেশে বক্তারা বলেন, 'আগমির নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে এবং সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
এ সময় বিক্ষোভ কারীদের হাতে বাধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল, শালগম হাতে 'ভাত দে নইলে গদি ছেড়ে দে' স্লোগান দিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার সম্মুখে পড়ে।
তবে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সদর রোডের অশ্বিনী কুমার টাউনহল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।