স্থগিত কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা পরীক্ষা

স্থগিত কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা পরীক্ষা

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার কারিগরি শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ জুন থেকে ঘোষিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমের পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

জানা যায়, গত মার্চ মাসে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়।