স্বপ্নের সেই বই ‘ভার্চুয়াল রিয়্যালিটি’

স্বপ্নের সেই বই ‘ভার্চুয়াল রিয়্যালিটি’

১০ অক্টোবর স্মৃতি প্রকাশ করেছেন স্বপ্নের সেই বই ‘ভার্চুয়াল রিয়্যালিটি’। বইটি স্থান পাচ্ছে যুক্তরাজ্যের পাঁচটি জাতীয় গ্রন্থাগারে। এ ছাড়া শীর্ষস্থানীয় অনলাইন শপ আমাজনসহ বিশ্বের শতাধিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বইটি।

নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি জানিয়েছিলেন, যুক্তরাজ্য থেকে জন্মদিনে প্রকাশ করবেন নিজের বই। সেই কথা তিনি রেখেছেন।

স্মৃতি জানান, বৈশ্বিক বাস্তবতায় সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য তৈরির বিষয়ে বইটি লিখেছেন। আর লেখার পেছনে রয়েছে ৯০ দশক থেকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা ও এ বিষয়ে ১৬ বছরের উচ্চতর শিক্ষাজীবন।

আরও বলেন, “টানা ১০০ দিন লেগেছে বইটি লেখা শুরু ও শেষ করতে। নিজের অভিজ্ঞতা নিয়ে ভাবছিলাম এমন একটি বই লেখার।  অবশেষে সেটি করতে পেরে আরামবোধ করছি।”

১৯৯২ সালে একটি কোল্ড ক্রিমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন স্মৃতি ফামি। এরপর তাকে দেখা যায় আরও বেশ কিছু বিজ্ঞাপনে।

১৯৯৯ সালে ফুজিয়ান ফ্রিজের বিজ্ঞাপন করে প্রশংসা পান স্মৃতি। মাঝে ভারতের ডাবরের বিজ্ঞাপনেও কাজ করেছেন।

সবশেষে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় গ্ল্যাক্সোস ডি-এর বিজ্ঞাপনে মুখ দেখান স্মৃতি। তার সহশিল্পী ছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। এ ছাড়া ঈদের নাটকেও অভিনয় করেছিলেন।


ভোরের আলো/ভিঅ/১৭/২০২০