পশ্চিমবঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ করোনা আক্রান্ত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানের পর একের পর বিজেপি নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে খবর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই সময় জানায়, তার শরীরে জ্বর রয়েছে ১০২ ডিগ্রির মতো। তবে, অক্সিজেন স্বাভাবিক রয়েছে।
অবশ্য সম্প্রতি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন, নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর যে রঙিন পানি স্প্রে করেছিল পুলিশ, তাতে করোনাভাইরাস মেশানো ছিল।
মাসখানেক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘করোনা চলে গেছে। তা সত্ত্বেও দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শুধু-শুধু লকডাউন করে ঢং করছেন। আসলে বিজেপি যাতে এ রাজ্যে মিটিং-মিছিল না করতে পারে, সেই কারণেই লকডাউন করা হচ্ছে। কিন্তু আমরা মিছিল করবোই।’
এই করোনা মহামারীর মধ্যেই একের পর এক রাজনৈতিক কর্মসূচি করে চলেছে বিজেপি। তাতে বিধিনিষেধ উপেক্ষা করেই লোক সমাগম হচ্ছে। অনেক অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ নিজে।
এর আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক বিজেপি নেতানেত্রী করোনা আক্রান্ত হন। দিনকয়েক আগে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের মধ্যেই কয়েকজন আক্রান্ত হন করোনায়।
ভোরের আলো/ভিঅ/১৭/২০২০