স্বস্তিকার অস্বস্তি

করোনায় আক্রান্ত এক নারীর পরিবারকে সাহায্য করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
দেবযানী সরকার নামের ওই নারী কীভাবে প্রতারণা করেছেন, তা ইনস্টাগ্রামে উল্লেখও করেছেন অভিনেত্রী।
স্বস্তিকা জানান, দেবযানী সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জানিয়েছিলেন তার মা করোনা আক্রান্ত। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে উপকৃত হবেন।
একথা ভেবে স্বস্তিকা দেবযানীর পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পিনড করে রেখেছিলেন। অনেকের থেকে এভাবে সাহায্যও পান দেবযানী।
বর্তমানে স্বস্তিকা জানতে পারেন, মা সুস্থ হয়ে যাওয়ার পরেও আর্থিক সুবিধা নিয়ে যাচ্ছেন দেবযানী। এরপরই খেপেছেন তিনি।
ওই নারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেত্রী।
যেসব স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই অসাধু ব্যক্তিদের বাড়বাড়ন্ত তাদের বিরুদ্ধেও ক্ষোভ ঝেড়েছেন তিনি।
এছাড়া আরেকভাবে প্রতারণার খোঁজ পেয়েছেন স্বস্তিকা। ভুয়া রোগীর পরিচয় দিয়ে একদল অসাধু ব্যক্তি টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ তার।
শুধু নিজের রাজ্য নয় ভুবনেশ্বরেরও এক প্রতারকের কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
এসব দেখে আক্ষেপ করে স্বস্তিকা লিখেছেন, ‘জানি না কাকে সাহায্য করব।’