স্বাধীনতা দিবস ও অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপি প্রস্তুতি সভা

স্বাধীনতা দিবস ও অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপি প্রস্তুতি সভা

মহান স্বাধিনতা দিবস উপলক্ষে স্বাধিনতাকামি শহীদদের প্রতি শহীদ বেদিতে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন সহ দেশব্যাপি নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি সহ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও একটি নিরপক্ষ সরকারের মাধ্যমে সুষ্ট নির্বাচন সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি আগামী ১লা এপ্রিল দলীয় কার্যলয়ে সম্মুখে অবস্থান কর্মসূচি সফল করার জন্য এক জরুরী প্রস্তুতি সভা করেছে বরিনশাল মহানগর বিএনপি।

 শনিবার (২৫) মার্চ জোহরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আলোচনা ও প্রস্তুতি সভা অনুািষ্ঠত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় স্বাধিনতা দিবস (২৬) মার্চ ও অবস্থান কর্মসূচি দলীয় সৃ-শৃঙ্খল রক্ষা করে কর্মসূচি সফল করার লক্ষে এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,আবু মুছা কাজল, এ্যাড,হুমাউন কবীর মাসুদ,আহমেদ জেকি অনুপম, সাইফুল আহসান বিপু, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,আব্দুল হালিম মৃধা,এ্যাড, আবুল কালাম আজাদ ইমন, এ্যাড, সরোয়ার হোসাইন,খসরুল আলম তপন,মহানড়র সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন,মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলাম সহ মহানগরের বিভিন্ন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব সহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

এসময় আহবায়ক ফারুক ও সদস্য সচিব জাহিদ বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক বিরের নেতার দলের দায়িত্ব বহন করছি যিনি পাক বাহিনীর কাছে সেনা বাহিনীর চাকরীচ্যুত হওয়া সহ সামরিক আদালতে মৃত্যুদন্ডের ভয় না করে সশস্ত্র স্বাধিনতা ও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার আহবান করে নিজেও সশস্ত্র রনাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে।