স্বাস্থ্য সেবা খাতে হরিলুটের মেলা চলছে: ত্রাণ বিতরণকালে সরোয়ার
বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, স্বাস্থ্য সেবা খাতে চলছে হরিলুটের মেলা। সরকার সব ক্ষেত্রে নিজেদের লোক দিয়ে কাজ করানোর কারণে দুর্নীতি সর্বত্র ছেয়ে গেছে। চিকিৎসকদের সকল ধরণের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে, তারপরও হাসপাতালগুলোতে সাধারণ মানুষ সঠিকভাবে করোনাসহ অন্যান্য রোগের চিকিৎসা পাচ্ছেন না।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক প্রাঙ্গনে জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ট্রাক শ্রমিক ইউনিয়নের এবং নিজ দলের শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিরসহ-সম্পাদক জি এম ফারুক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ. রব হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও জেলা ট্রাক শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।