সড়ক দূর্ঘটনায় বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম গুরুত্বর আহত

সড়ক দূর্ঘটনায় বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম গুরুত্বর আহত
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর ঝালকাঠির সাংগঠনিক সফরে যোগ দিতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন রওয়না দিলে পথিমধ্যে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়। রোববার রাত ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের আমিরাবাদের নামক স্থানে এ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে জসিম উদ্দিন এর অবস্থার গুরুত্বর দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেছে বলে জানান তার সাথে থাকা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ইয়াদ। এদিকে তার পরিবারের লোকজন শারিরিক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।