হকারদের মাস্ক বিক্রিতে রাস্তায় যানজট

করোনা ভাইরাস মহামারীর কারণে রাজধানী ও রাজধানীর বাইরে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাস্ক। রাজধানীর সেগুনবাগিচা, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট ছাড়াও বিভিন্ন জায়গায় মাস্ক বিক্রি করছেন হকাররা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড বাবুবাজার ব্রিজের নিচে কার পার্কিংয়ের অনুমতি দেওয়া হলেও সেখানে তেমন কার পার্কিং করতে দেখা যায় না।
সেখানে ফাঁকা জায়গায় হকাররা মাস্ক বিক্রি করতে চাইলেও পুলিশ বিক্রি করতে দিচ্ছে না। এজন্য হকাররা রাস্তায় যানজট সৃষ্টি করে স্বাস্থ্যবিধি না মেনে বিক্রি করছে মাস্ক।
বাবুবাজার এলাকায় সরকারি-বেসরকারি মিলিয়ে রয়েছে অনেকগুলো হাসপাতাল। হকাররা রাস্তায় মাস্ক বিক্রি করতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে মাস্ক বিক্রি করা হকারদের কারণে রাস্তায় যানজট দেখা যায়। এতে মিটফোর্ড হাসপাতালে যাওয়া রোগীরা পড়েছেন ভোগান্তিতে।
ফজলু নামে এক মাস্ক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বাবুবাজার ব্রিজের কার পার্কিংয়ের জায়গা অনেকদিন থেকে ফাঁকা পড়ে আছে, গাড়ি পার্কিং করে না। আমরা চেয়েছিলাম ওই ফাঁকা জায়গায় মাস্ক বিক্রি করতে। কিন্তু পুলিশ আমাদের ঐখানে মাস্ক বিক্রি করতে দিচ্ছে না। এজন্যই আমরা বাধ্য হয়ে রাস্তায় মাস্ক বিক্রি করছি।
সরেজমিনে দেখা যায়, মাস্ক বিক্রেতা ওইখানে মাস্ক বিক্রি করাতে সৃষ্টি হয়েছে যানজট আবার ওই সড়কে চলাচলকারীরা পড়েছেন ভোগান্তিতে।