হাইকোর্টের তলবে বাকেরগঞ্জের ৪ শিশুকে ঢাকায় নিয়ে যাচ্ছে পুলিশ

হাইকোর্টের তলবে বাকেরগঞ্জের ৪ শিশুকে ঢাকায় নিয়ে যাচ্ছে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বরিশালের ধর্ষণ মামলায় জড়িয়ে সংশোধনাগার থেকে জামিন পাওয়া ৪ শিশুকে আদালতে উপস্থাপনের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে পুলিশ।রোবার ওই ৪ শিশুকে তাদের অভিভাবকসহ হাইকোর্টে হাজির করার জন্য বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম তাদের ঢাকায় নিয়ে যাচ্ছেন।

বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাট-২ লঞ্চের ২টি ভিইপি কেবিন এবং ৪টি ডবল কেবিনে ঢাকা যাচ্ছেন ওই ৪ শিশুসহ তাদের অভিভাবকরা। একই লঞ্চের কেবিনে হাইকোর্টের তলবে ঢাকা যাচ্ছেন ওই শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ প্রদানকারী বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ। 


শিশু সুলায়মান হোসেন তামিমের বাবা সালাম হাওলাদার জানিয়েছেন, হাইকোর্টে ৪ শিশুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত তাই তারা শিমুদের নিয়ে ঢাকায় যাচ্ছেন।  তবে বাকেরগঞ্জ থানা পুলিশ এব্যাপারে কোন কথা বলতে রাজী হননি। 

গত বৃহস্পতিবার রাতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ৪ নাবালক শিশুকে ওই রাতেই মধ্যে আইনী প্রক্রিয়ায় মুক্তি দিয়ে রাতের মধ্যে তাদের অভিভাকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বরিশাল শিশু আদালতকে নির্দেশ দেন। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ এক আদেশে ওই ৪ শিশুকে জামিন দেন এবং রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

ওইদিন রাত ২টায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ৪ শিশুকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের উপস্থিতিতে শিশু সাইদুল বয়াতী, তামিম হোসেন সুলায়মান, হাফিজুল ইসলাম লাবিব এবং শাওন হাওলাদারকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়।

 এর আগে গত ৪ অক্টোবর রোববার বাকেরগঞ্জের রূসনী গ্রামে ৬ বছর বয়সের এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগে তার বাবা ২দিন পর ৬ অক্টোবর মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ কোন ধরণের তদন্ত ছাড়াই ওইদিন দুপুরে ৪ শিশুকে গ্রেপ্তার করে পরদিন বুধবার আদালতে সোপর্দ করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ ওই ৪ শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরনের নির্দেশ দেন।