হামলার শিকার বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

পটুয়াখালী ৩ (গলাচিপা- দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহজাহান খান ইন্তেকাল করেছেন।
সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গন সমাবেশ যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহা সড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সাথে থাকা নেতা কর্মীরা হামলার শিকার হন।
হামলার গুরুতর আহত শাহজাহান খান সেই থেকে গত ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, 'গত ৪ নভেম্বর রাতে তার উপর যে হামলা হয় সে সময় তার কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে জানাজা এবং দাফন কাফনের সময় নির্ধারন করা হবে।
শাহজাহান খান পটুয়াখালী জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী পাশাপাশি তিনি সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ,পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।