পটুয়াখালীতে জহির-মেহেরুন নার্সিং কলেজে মিক্সড মার্শাল আটের উদ্বোধন

পটুয়াখালীতে জহির-মেহেরুন নার্সিং কলেজের আয়োজনে মিক্সড মার্শাল আট এর উদ্বোধন।
সোমবার ২৮ নভেম্বর বেলা ১১টায় জহির মেহেরুন নার্সিং কলেজ মিলনায়তন জহির-মেহেরুন নার্সিং কলেজের আয়োজনে মিক্সড মার্শাল আট এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভা জহির মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালী জহির-মেহেরুন নার্সিং কলেজের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার এর মাসুম পারভেজ রুবেল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ কুদ্দুস মৃধা,হাজী আক্কেল আলী কলেজের প্রভাষক রাশেদুজ্জামান, জহির-মেহেরুন নার্সিং কলেজের পিযুষ কান্তি হরি, আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সদর উপজেলার সদস্য সচিব সিদ্দিকুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জহির-মেহেরুন ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জহির-মেহেরুন নার্সিং কলেজের প্ররিচালক প্রশাসন ও অর্থ মহিউদ্দিন আহমেদ।