হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবদুল মুহিত

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবদুল মুহিত

হাসপাতাল থেকে ছয়দিন পর বাসায় ফিরেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার বাসায় ফেরেন তিনি। 

আজ শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে বনানীর বাসায় ফিরেছেন।’ এর আগে গত ৫ মার্চ রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। 

সিলেটে নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য ৮৮ বছর বয়সী আবদুল মহিত ব্যাকুল হয়ে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‌‘আগামী ১৪ মার্চ (সোমবার) তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি আবার ঢাকায় ফিরে আসবেন।’