বরিশাল বিভাগের আওয়ামী তৃনমূল নেতৃত্বের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভা

বরিশাল বিভাগের আওয়ামী তৃনমূল নেতৃত্বের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভা

বরিশাল বিভাগের আওয়ামী তৃনমূল নেতৃত্বের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়।

 শনিবার ১২ মার্চ সকাল ১০টায়  আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে এ সভা  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  সিনিয়র  সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব  আবুল হাসনাত আব্দুল্লাহ ।

 সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন  আন্তর্জাজিক বিষয়ক সম্পাদক ড,শাম্মি আহম্মেদ,সদস্য আনিছুর রহমান, গোলাম রাব্বানী চিনু, সভায় ভার্চুয়ালী যোগদান করে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু,তোফায়েল আহম্মেদ,সভা থেকে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের অন্তর্গত জেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, বরিশাল সিটি মেয়র ও ,জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,  পৌরমেয়র,উপজেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক,  ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমূহের দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদের সার্বিক বিষয়ে সরাসরি তৃণমূলের কথা শোনােন এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকনির্দেশনা পৌছেদেন এবং ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেওয়ার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।