হাসপাতালে রজনীকান্ত

ভারতের সুপারস্টার রজনীকান্ত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিনেমার শুটিংয়ে থাকা সহকর্মীরা কভিড-১৯ পজিটিভ হলে তিনি এতদিন আইসোলেশনে ছিলেন।
তারকা এই অভিনেতার করোনা রিপোর্ট সম্প্রতি নেগেটিভ আসে। তবু চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার হায়দরাবাদ হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্তের রক্তচাপ খুব ওঠানামা করছিল। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মিস্টার রজনীকান্ত আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দশদিন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানে বেশ কয়েক জন করোনা পজিটিভ হওয়ায় অভিনেতারও পরীক্ষা করা হয়। ২২ ডিসেম্বর তার ফলাফল নেগেটিভ আসে। তবু পর্যবেক্ষণে ছিলেন।’
বছর তিন আগে রাজনীতিতে নাম লেখানো এই জনপ্রিয় অভিনেতার আসল নাম শিবাজি রাও। জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, ভারতের বেঙ্গালুরুতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ তার প্রথম ছবি। অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। বাসের হেলপার হিসেবে কাজ করা অবস্থায় নাটকে টুকটাক অভিনয় করতেন।
১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারকা বনে যান। তিনি ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।