হাসপাতালের পথে খালেদা জিয়া

হাসপাতালের পথে খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

শনিবার (২৯ এপ্রিল) গুলশান বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়ি বহর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে বাসভবন থেকে হাসপাতালে উদ্দেশে রওয়ানা হয়েছেন। 

এর আগে বিকেল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী কাজ করেছিলেন। 

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

এদিকে খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে ফিরোজায় আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।