হিজলায় স্বামীর সঙ্গে হাঁটতে বেড়িয়ে ট্রলি চাপায় লাশ হয়ে ফিরলেন
বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলি চাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় ওই নারীর স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হন। আহত ছমিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, গতকাল সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। হরিনাথপুর বাজার সংলগ্ন সড়ক অতিক্রমকালে বেপরোয়া গতির ইট বহনকারী একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মারুফা বেগমকে মৃত ঘোষণা করেন। ছমিরকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি অসীম কুমার সিকদার।