লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের ২ সদস্য মাদারীপুরে গ্রেপ্তার

লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের ২ সদস্যকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর থানার লোহাইর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো সেন্টু শিকদার (৪৫) ও মোছাম্মৎ নার্গিস বেগম (৪০)। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে মানব পাঁচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্র অভিবাসন প্রত্যাশীদের অপহরণ করে মুক্তিপন না পাওয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ এর একটি দল ওই চক্রের স্থানীয় সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। গত বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর থানার লোহাইর গ্রাম ওই চক্রের সদস্য সেন্টু শিকদার (৪৫) এবং যাত্রাবাড়ী গ্রাম থেকে মোছাম্মৎ নার্গিস বেগমকে (৪০) গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, আটক সেন্টু শিকদারের ভাই বশির শিকদার মানব পাঁচারকারী চক্রের লিবিয়া অংশের অন্যতম প্রধান। বশির শিকদার ও তার সহযোগী মো. সেলিম শেখের নেতৃত্বে লিবিয়ার বন্দীশালায় পাঁচারকৃত বাংলাদেশী যুবকদেরকে অর্ধাহারে-অনাহারে রেখে নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এই চক্রের অন্যান্যদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।