হিজলায় ২৮০ টি বরফ সহ ট্রাক জব্দ

হিজলায় ২৮০ টি বরফ সহ ট্রাক জব্দ

 

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় মঙ্গলবার মধ্যরাতে ২৮০ টি বরফ সহ একটি ট্রাক আটক করেছে হিজলা থানার পুলিশ। এসময় ট্রাকের চালক সহ আরও দুজনকে আটক করা হয়েছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকা থেকে বরফ সহ (খুলনা মেট্রো-ট ১১-০৯১৮) ট্রাকটি আটক করা হয়েছে। খুলনা থেকে বরফ বোঝাই করে হিজলায় আসে ট্রাকটি। এসময় ট্রাকের চালক আলমগীর, হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার আমজাদ হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার(৪৬), মহিষখোলা এলাকার আব্দুর রব চোকদারের ছেলে আরিফ চোকদার(২৯) কে আটক করা হয়েছে। 

বুধবার ২৬ অক্টোবর দুপুরে নজরুল হাওলাদার এবং আরিফ চোকদারকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর আদালতে হাজির করা হয়। মোবাইল কোর্টে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুজনের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। 

ট্রাক চালক আলমগীরকে রিপোর্ট লেখা পর্যন্ত হাজির করা হয়নি মোবাইল কোর্টে । এ ঘটনার সাথে জরিত থাকার কারণে একটি মোটরসাইকেল ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।