হেফাজতের জরুরি বৈঠক

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক জরুরি বৈঠকে বসেছেন।
বেলা ১১টায় জরুরি বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এতে হেফাজতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নানা ইস্যুতে হেফাজতের আজকের এই জরুরি বৈঠক।
এদিকে সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার এসব নিয়ে আলোচনা করা হবে। এছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে।