হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী রিমান্ডে

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী রিমান্ডে

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। আদালত তার সাত দিনের রিমান্ড আবেদন গ্রহণ করেছেন।

এর আগে রোববার রাতে তাকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

গ্রেপ্তারের পর সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়।

এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করে সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বলেছিলেন, রোববার সন্ধ্যার পর হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছিল।