হোম কোয়ারেন্টাইনে এক রোহিঙ্গা পরিবার

হোম কোয়ারেন্টাইনে এক রোহিঙ্গা পরিবার

কোভিড-১৯ করোনা সংক্রামণ প্রতিরোধে ভারত থেকে অবৈধভাবে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে তাদের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই শিশুসহ চারজনের পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। 

রোহিঙ্গা পরিবারের সদস্যরা হলেন, মো. সাদেক (২৫), সাদেকের স্ত্রী হোসনে আরা (২৩), ছেলে পারভেজ (৩) ও মেয়ে সাজেদা (১০ মাস)।

স্থানীয় রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, সোমবার ভোরে খুলনা সীমান্ত হয়ে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ‘ই’ ব্লকে মোস্তাক আহম্মেদ নামক এক রোহিঙ্গার বাড়িতে আসে সাদেকের পরিবারটি। দুপুর ১২টার দিকে তাদের আসার খবর জানাজানি হলে পরিবারটিকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে নিয়ে আসা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের অবৈধ যাতায়াত টেকনাফকে ঝুঁকির মধ্যে ফেলছে। তিনি রোহিঙ্গা পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।