১ লাখ ২৫ হাজার হ্যান্ডসেট ‘অবৈধ’ শনাক্ত

গত ৩ দিনে ১ লাখ ২৫ হাজার ‘অবৈধ’ হ্যান্ডসেট শনাক্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানায়, যেসব হ্যান্ডসেট শেষ পর্যন্ত নিবন্ধন পাবে না, সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।
গত ১ অক্টোবর থেকে হ্যান্ডসেট বৈধতা যাচাইয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়।
অপরদিকে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৮১ হাজার ৮৬৮টি অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করে দিয়েছে বিটিআরসি।