১০ জুন বরিশাল জেলায় ৫৮ জন আক্রান্ত

১০ জুন বরিশাল জেলায় ৫৮ জন আক্রান্ত


বরিশাল জেলায় নতুন করে ৫৮ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার শনাক্ত হওয়া ৫৮ জন এ জেলায় ৭৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ ১০ জুন এ জেলায় করোনা আক্রান্ত ০৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।  জেলায় মোট ১২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির তথ্য পাওয়া গেছে। এ জেলায় ০৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

১০ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে ৪ টায় বজলুল রহমান (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। আজ রিপোর্টে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ০৩ জন, ০১ জন চিকিৎসকসহ বানারীপাড়া উপজেলার ০৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০২ জন, ০১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ০৩ জন,সদর উপজেলার ০২ জন, বাবুগঞ্জ ও মুলাদী প্রত্যেক উপজেলায় ০১ জন করে ০২ জন সহ মোট ১৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলায় ০৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ০১ জন, মুলাদী উপজেলায় ০১ জন, উজিরপুর উপজেলায় ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৫ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক ও ০১ জন মেডিকেল অফিসার, ০৬ জন নার্স, ০১ জন ড্রাইভারসহ মোট ০৯ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদি ও বাংলাবাজার প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, রুপাতলি এলাকার ০২ জন, কাউনিয়া, সদর রোড, কলেজ এভিনিউ, কালু শাহ সড়ক, চান্দু মার্কেট, হসপিটাল রোড, বগুড়া রোড, কাশিপুর, ভাটিখানা মোড়, গোডাউন রোড ও নথুল্লাবাদ এলাকার ০১ জন করে ১১ জন, সদর উপজেলাধীন জাগুয়া এলাকার ০২ জন সহ মোট ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।


বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৮ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে ।