রাধাগোবিন্দ নিবাসে বিশেষ প্রার্থনা
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব সাহান আরা বেগম গত ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শ্রীশ্রী রাধাগোবিন্দ নিবাস, অগ্রগামী যুব সংঘ ও রামঠাকুর সেবা সংঘ।
বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, সাদা মনের মানুষ, শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাসের প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত বাবু বিজয় কৃষ্ণ দে’র রোগ মুক্তি কামনায় শ্রীশ্রী রাধাগোবিন্দ নিবাসে অগ্রগামী যুব সংঘ ও রামঠাকুর সেবা সংঘের আয়োজনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।