১০ মার্চের মধ্যে টিকা নিতে হবে শিক্ষকদের

সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের আগামী ১০ মার্চ এর মধ্যে মহামারি করোনার টিকা নিতে হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। আদেশে স্বাক্ষর করেন উপ-পরিচালক মো. রুহুল আমিন।
আদেশে বলা হয়, কোভিড টিকা নেয়ার জন্য শিক্ষকরা এই (এখানে ক্লিক করুন) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করবেন। এবং আগামী ১০ মার্চ এর মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন।
আদেশে আরো বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা করোনা সম্পর্কিত তথ্য জেলা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।
কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালক উপ-পরিচালক প্রাপ্ত তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইমেইল প্রেরণ করবেন