মানুষ পানিবন্দী অবস্থায় প্রধানমন্ত্রী লন্ডন গেলেন: মির্জা ফখরুল

মানুষ পানিবন্দী অবস্থায় প্রধানমন্ত্রী লন্ডন গেলেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের জন্য লন্ডনে গেলেন’। শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী কী রাষ্ট্রীয় সফর, ‘ব্যক্তিগত সফর নাকি চিকিৎসার জন্য গেলেন, সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি’। বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘকাল কারারুদ্ধ রয়েছেন এবং চিকিৎসার জন্য এখন হাসপাতালে রয়েছেন। কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, তার স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার শারীরিক যেসব সমস্যা ছিল, তার কোনো সমাধানই হয়নি। উপরন্তু সমস্যা বেড়েই চলেছে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। সে কারণে আমরা অবিলম্বে তার মুক্তি ও তার সুচিকিৎসার ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি’। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে অতিবৃষ্টি ও ভারত থেকে ছেড়ে দেওয়া পানির ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে’। ‘এ ছাড়া বন্যাদুর্গত এলাকার মানুষকে সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সদস্যসচিব করা হয়েছে বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক হাজি মো. ইয়াসিনকে’। হজ ব্যবস্থাপনায় প্রধান নির্বাচন কমিশনার এম নূরুল হুদাকে সম্পৃক্ত করার সমালোচনা করে তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে তিনি কী করে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত হতে পারেন। এটা অসাংবিধানিক। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চান বিএনপি মহাসচিব। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন, ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান।