১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা দাবিতে পদযাত্রা ও মানববন্ধন

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা দাবিতে পদযাত্রা ও মানববন্ধন


১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষার দাবিতে বরিশালে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ একশন হাব ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীতে পদযাত্রা শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করে তারা। 
বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান ও কোস্টাল ইয়ুথ একশন হাবের ব্যবস্থাপক জুবায়ের ইসলামসহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। এরপরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন ঝুঁকি বাড়ছে। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাস্ট্রিয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি জানানো হয় মানববন্ধনে। 

তাদরে দাবি, উপকূল দিবস ঘোষণা করা হলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।