হাত স্যানিটাইজ করা সব থেকে জরুরি

হাত স্যানিটাইজ করা সব থেকে জরুরি

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করা সব থেকে জরুরি। যারা বাইরে যান তাদের কিছুক্ষন পর পরই হাত স্যানিটাইজ করতে হয়। যাতে হাত জীবাণুমুক্ত থাকে। বার বার হাত স্যানিটাইজ করার ফলে হাতের ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায়। নখের উপরের চামড়াও উঠে। হাতের ত্বকের স্বাভাবিক কোমলতা সহসাই নষ্ট হয়ে পড়ে। তাই স্যানিটাইজ করা হাতের বিশেষ যতেœর প্রয়োজন। যাতে ত্বক কোমল ও মসৃণ থাকবে। হাতের যতেœর উপায় গুলো জেনে নিন-

*   বাড়িতে থাকলে কম ক্ষার যুক্ত লিক্যুইড সাবান কিংবা ক্রিম বেসড সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন। এরপর হাত হালকাভাবে মুছে ময়েশ্চরাইজার বা হ্যান্ড ক্রিম মেখে নিতে পারেন। এতে হাতের ত্বকের ক্ষতি হবে না।

*  বাইরে বের হলে হাতে গ্লাভস পরে থাকুন। তাহলে বারে বারে হাত স্যানিটাইজ করতে হবে না। শুধু গ্লাভস স্যানিটাইজ করলেই চলবে। সরাসরি হাতের মধ্যে স্যানিটাইজার কম লাগবে।

* হাতে তেল ব্যবহার করতে পারেন। আমন্ড, অলিভ, কিংবা সাধারণ নারকেল তেলও মাখতে পারেন হাতে। তবে খুব বেশি পরিমাণে না। সামান্য কয়েক ফোটা ব্যবহার করলেই চলবে। হাত চটচটেও হবে না।

*  বাইরে থেকে ফিরে হাত সাবান পানি দিয়ে ধোয়ার পর হাত মুছে ময়শ্চারাইজার বা হ্যান্ড ক্রিম ব্যবহার করতে পারেন। ত্বক শুষ্ক-রুক্ষ লাগলে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। কিংবা গ্লিসারিনযুক্ত পানিও হাতে মাখতে পারেন।