১৫ আগষ্ট মুলাদীতে পুষ্পস্তবক অর্পন,দোয়া মোনাজাতের মধ্যদিয়ে জাতীর পিতাকে স্মরণ

১৫ আগষ্ট মুলাদীতে পুষ্পস্তবক অর্পন,দোয়া মোনাজাতের মধ্যদিয়ে জাতীর পিতাকে স্মরণ

 
মুলাদীতে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে স্বরন করল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন,  সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কাল  সকাল ৮.৩০মিনিটে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতৃবৃন্দ। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,  বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, চরকারেখান ইউনিয়ন চেয়ারম্যান মহসিন উদ্দিন খান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দুলাল মাহমুদ মোল্লা সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, উপজেলা ওয়াকার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, মুলাদী প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, আওয়ামীলীগ নেতা এস এম কামাল পাশা, জিয়াউল করিম মোল্লা, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাাপতি অহিদ খান সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল,সম্পাদক কাজী মুুরাদ হোসেন পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমাম সেচ্ছাসেবকলীগ  আইন বিষয়ক সম্পাদক ইমরান খান ছাত্রলীগ নেতা বয়াতী ফরুক মোঃ  শাহাদাত হাওলাদার সুুমন হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।