১৮ মার্চ দেশের সকল মহানগরে বিএনপির সমাবেশ

আগামী ১৮ মার্চ সারা দেশের মহানগরে প্রতিবাদি সমাবেশে করবে বিএনপি। সরকারের সকল দুর্নীতি ঘোষিত ১০ দফা দাবি বাস্তাবায়নে এ প্রতিবাদি সমাবেশ অসুষ্ঠিত হবে।
শনিবার (১১ মার্চ) রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সবিচ রফিকুল আলম মজনুর সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোক, যুবলদের সভাপতি সুলতানম সালাউদ্দিন টুকু প্রমুখ।