৮ অক্টোবর বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ১১ জন

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকে রাত পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৫৯১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।এপর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৩৩২৪ জন।
রাত ১১ টা ১০ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে আজ বরিশাল জেলায় মৃত্যুবরণকারী ১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। তবে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হিজলা উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জনসহ ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বাজার রোড, করিম কুটির, সিএন্ডবি রোড, বিএম কলেজ রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার, কালীবাড়ি রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।