২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি

২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি

২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আবহায়ক কমিটি ঘোষণা হলো। 

বুধবার সন্ধায় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কর্তৃক যৌথ স্বাক্ষরিত দলিয় প্যাডে ওই কমিটি অনুমোদন দেয়া হয়। 

এতে মোঃ ফায়জুল হককে আহবায়ক করে এবং প্রসেনজিৎ দাস অপু, সৈয়দ জহিরুল ইসলাম মুরাদ, মোঃ ওবায়দুল হক জুয়েল, মোঃ রাজু খন্দকার ও মোঃ নিয়াজ আহমেদকে যুগ্ম আহবায়ক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদ দিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগ। সাধারণ সদস্যরা হচ্ছেন, মোঃ মুজিবুর রহমান(নয়ন), মোঃ সাগর হোসেন খাদেম, তাপস ভদ্র, মোঃ মহিজুর রহমান(সিহাব), মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম(সুমন ঢালী), রেজাউল করিম সোহাগ, মোঃ শিমুল শরীফ, মোঃ আল-আমীন, আবু ছালেহ মেহেদী(মুমিন), রাজীব দাস, তৌকির আলম(তুষার), মোঃ বেল্লাল হোসেন, মোঃ রহমাতুল্লাহ, মোঃ তানভির হোসেন, মোঃ মিরন হাওলাদার(মিলন), মোঃ মেহেদী হাসান, নাজমুল হাচান, মোঃ ইয়াছিন হোসেন, জালিস মাহামুদ(অপু হাওলাদার), মোঃ মাসুম, আহনাফ মোর্শেদ মুবিন, প্রমিথ রায়, সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, নাসিম, মোঃ সাফায়েত জামিল, শেরফুর আলম(অনিক সিকদার), মোঃ নাফিজ, ফারুক হোসেন, মোঃ ফয়সাল আহমেদ(শুভ), আবু সাইদ সৌরভ, মোঃ সফিকুল ইসলাম সিফাত, মোঃ মাসুদ রানা(রেজবী), মোঃ সজল মাহমুদ, মোঃ এনামুল হক রানা, মোঃ রবিউল খান, মোঃ শিবলু খান, মোঃ জাকারিয়া আহম্মেদ রাফি, মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, মোঃ রানা, মোঃ উজ্জল, মোঃ রাফিন তালুকদার, মোঃ শাওন খলিফা এবং আজবির আহমেদ জয়।