২২ বছরের অপেক্ষা ফুরালো এনামুলের

২২ বছরের অপেক্ষা ফুরালো এনামুলের

২২ বছর ধরে লিস্ট ‘এ’ ক্রিকেট খেলছেন এনামুল হক জুনিয়র। অনেক জয়ে তিনি নায়ক থাকলেও কখনও ছিল না ৫ উইকেট। অবশেষে (শনিবার) মোহামেডানের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। রূপগঞ্জ টাইগার্সের এই স্পিনারের ঘূর্ণিতে মোহামেডান ১৪৩ রানে অলআউট হয়। অল্প রানে আটকে রেখে ১৩.৪ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে রূপগঞ্জ।

‘লিস্ট এ’ ক্রিকেটে ১৩২ ম্যাচে এনামুল উইকেট ১৬৯। কিন্তু কখনও ৫ উইকেট পাননি। শনিবার তার ২২ বছরের অপেক্ষার ফুরালো মোহামেডানের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন ৯.১ ওভার বল করে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। তার শিকার মোহাম্মদ হাফিজ, মাহমুদউল্লাহ, জাহিদুজ্জামান খান, ইয়াসিন আরাফাত মিশু ও নাজমুল অপু। আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.১ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। সর্বোচ্চ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ২ ছক্কা ও ২ চারে ৪৮ রান করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

১৪৩ রান তাড়া করতে নেমে জয় পেতে বেগ পেতে হয়নি রূপগঞ্জকে। ৪৬ রানে ২ উইকেট হারালেও  তৃতীয় উইকেটে আসিফ আহমেদ রাতুল ও ফজলে মাহমুদ রাব্বীর ৮৪ রানের ইনিংসে ৩৬.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। রাতুল ৫ চার ও ১ ছক্কায় ৪৮ ও ফজলে মাহমুদ ৩ চারে অপরাজিত ৩৯ রান করেন। জাকির হাসান করেন ২৪ রান। এছাড়া ১৬ রান করে অপরাজিত থাকেন সাদ নাসিম।

মোহামেডানের ইয়াসিন আরাফাত ২ উইকেট নেন। অন্য উইকেটটি নেন মোহাম্মদ হাফিজ। ম্যাচসেরা হয়েছেন এনামুল।

এই হারে সুপার লিগে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে মোহামেডানের। কাগজে-কলমে কিছু হিসাব-নিকাশ হয়তো আছে। কিন্তু সেই সম্ভবনা ক্ষীণই বলা চলে! আট ম্যাচের ৩টি জিতে ও ৫টিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে মোহামেডান। অন্যদিকে অষ্টম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সে এটি পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।