২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন কাদের মির্জা

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে বাস-সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে এ আল্টিমেটাম ঘোষণা করেন তিনি।

কাদের মির্জা বলেন, গত কয়েকদিন ধরে অবরোধের নামে বিভিন্ন স্থানে বাস-সিএনজি ভাঙচুর হয়েছে। প্রকাশ্যে এসব বাস-সিএনজি থেকে চাঁদাবাজি করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এসব অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বুধবার কোম্পানীগঞ্জে অবরোধ থাকবে।

তিনি আরো বলেন, বুধবার কোনো বাস-সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না। এ সময় অটোরিকশা চলাচল করতে পারবে এবং সব দোকানপাট খোলা থাকবে। কোম্পানীগঞ্জে আগামী পরশু কঠিন অবরোধ পালিত হবে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর থেকে দলের ভেতরের নানা কথা বলে আলোচিত ও সমালোচিত হন কাদের মির্জা। পরে গত ৩১ মার্চ ফেসবুকে দলের সাধারণ সদস্যের পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন তিনি। এরপর আবার তিনি দাবি করেন দলের হাইকমান্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেনি তাই তিনি আবারও দলে ফিরে এসেছেন।