২৪ ঘণ্টায় করোনায় ১৪৩ জনের মৃত্যু

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৩২০৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮৩০১ জন করোনায় আক্রান্ত হয়। শনাক্তের হার ২৫.৯। এর আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮২২ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানা যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯২১৫৫৯ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৪৬৪৬।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৬ এবং ঢাকা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জনের মৃত্যু হয়।